Chittagong Cantonment public college (CCPC) বলা হয়ে থাকে বাংলাদেশের সেরা সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসের একটি। ব্যক্তিগতভাবে আপনি কতটুকু জানেন?
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি। এটি চট্টগ্রাম সেনানিবাসের পূর্ব সীমানা ঘেঁষে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রদানকৃত প্রায় ২০ একর এলাকা জুড়ে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন হতে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দেশে শিক্ষা বিস্তারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক গৌরবময় ভূমিকা পালন করে আসছে।এই প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার চর্চা ও খেলাধুলাসহ অন্যান্য সহপাঠ কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিতি নিশ্চিতকরণ ও ব্যক্তিগত ও পাঠোন্নয়নের প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখেন দায়িত্বপ্রাপ্ত শ্রেণী শিক্ষকগণ। অভিভাবকদের সঙ্গে মত বিনিময়ের জন্য আছে অভিভাবক দিবসের ব্যবস্থা। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে সকল শিক্ষার্থীকে চারটি হাউজে বিন্যস্ত করে নিয়মিতভাবে বিভিন্ন আন্তঃ হাউজ প্রতিযোগিতা যেমন – বির্তক, আবৃত্তি, সঙ্গীত, খেলাধুলা, চিত্রাংকন, দেয়াল পত্রিকা প্রকাশ প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বি এন সি সি, স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট প্রভৃতি সংগঠনের সদস্য হয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের পাশাপাশি দেশ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন আন্তঃ স্কুল, কলেজ, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়।এবং সহশিক্ষা কার্যক্রম হিসাবে ত্রৈমাসিক বিদ্যালয় সংবাদপত্র “গিরিবার্তা” ও প্রকাশিত হয়।
প্রাণের চেয়েও প্রিয় ক্যাম্পাস (২০১০-২০২০) আমার সোনালী অতীত।
বকুল তলা, ক্যান্টিন, অডিটোরিয়ামের পাশে ফুল বাগান, করিডোরের আড্ডা, বির্তক প্রতিযোগিতার মঞ্চ, ক্লাস শেষে আপুর সাথে বাসায় ফেরা ভিষণ মিস করছি CCPC তোমায়।
ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে আমার আগ্রহ অনেক আগে থেকেই। বিশেষ করে এসএসসি পরীক্ষার পর আমার ইচ্ছে ছিল কোনো একটি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার। কারন জানতাম যে সেখানে খুব নিয়ম-শৃঙ্খলার সাথে সবকিছু পরিচালনা করা হয়।
তাই তখন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজকে সবার আগে রেখেছিলাম। তারপর একজন আত্মীয়ের সুবাধে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কেও খোঁজ খবর নিয়েছিলাম। তখন যেরকম দেখেছিলাম আমার কাছে চট্রগ্রাম ক্যান্টনমেন্ট কলেজই ভালো লেগেছিল।
কিন্তু অনলাইনে ৫টা কলেজে আবেদন করতে হয়েছে ভর্তির সময়। তাই শেষ পর্যন্ত এক ক্যান্টনমেন্ট কলেজেও আসেনি। ময়মনসিংহেই ভর্তি হতে হয়েছে কিন্তু ক্যান্টনমেন্টে পড়তে পারিনি এটা খারাপ লাগতো।
যাই হোক আজকে প্রশ্ন দেখে আবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজে সম্পর্কে অনলাইনে দেখলাম। এর প্রাকৃতিক পরিবেশটা সবচেয়ে ভালো লাগে আমার।
কলেজের ফেসবুক পেজের কভার ফটোতে খুঁজে পেলাম
কলেজ ভবনের সম্মুখ অংশ
কলেজের আরো অনেক সুন্দর সুন্দর ছবি সামনে আছে। সবগুলো এড করছি না। আর আপনিতো স্বয়ং এখানে অধ্যয়ন করেছেন।
প্রশ্নে যেমনটা বলা হয়েছে,
আমিও তেমনটিই উপলব্ধি করছি। নিঃসন্দেহে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ক্যাম্পাস এই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
কলেজের ভর্তি আবেদনে সিলেক্ট হলে আজকে আমিও এই কলেজের একজন ছাত্র হতে পারতাম।