How to earn from bdbloQ.com? I want to know that, what are the actives do for earn from bdbloq.com?
bdbloq.com থেকে কিভাবে ইনকাম করা যায়? আমি জানতে চাচ্ছি যে, কোন কোন কাজ করে BdbloQ.com থেকে ইনকাম করা যায়?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
বিডিব্লক.কম থেকে কয়েকটি উপায়ে আয় করার সুযোগ রয়েছে। এখানে প্রশ্নোত্তর করে আয় করার পাশাপাশি পোস্ট লিখে, রেফার করে, আপভোটের মাধ্যমে ইত্যাদি ভাবে আয় করা যায়। নীচে এগুলো বিস্তারিত দেখে নিই।
১. পোস্ট লিখে:
বিডিব্লকে পোস্ট লিখে আয় করা যায়। এজন্য এসইও ফ্রেন্ডলি ভাবে আর্টিকেল লিখতে হবে কোন একটি টপিকের ওপর। (খুব দ্রুত চালু করা হবে)
২. সাইন আপ:
প্রথমবার বিডিব্লকে সাইন আপ করলে ২০ পয়েন্ট পাওয়া যায়।
৩. নতুন ইউজারকে রেফার করে:
নতুন কোনো ইউজারকে রেফার করে জয়েন করাতে পারলে ২০ পয়েন্ট পাওয়া যাবে।
৪. পেইড মেম্বারশিপের জন্য ইউজারকে রেফার করে:
পেইড মেম্বারশিপের জন্যও ইউজারকে রেফার করা যায়। এভাবে রেফার করলেও ২০ পয়েন্ট যোগ হয়।
৫. উত্তর দেয়ার মাধ্যমে:
অন্যের করা একটি প্রশ্নের যথাযথ উত্তর লেখার মাধ্যমেও পয়েন্ট আর্ন করার সুযোগ আছে। প্রতিটি গ্রহনযোগ্য উত্তরের জন্য ৭ পয়েন্ট দেয়া হয়।
৬. প্রশ্ন করে:
বিডিব্লকে জানার জন্য যেকোনো টপিকে প্রশ্ন করা যায়। মজার ব্যাপার হলো আপনি জানার জন্য প্রশ্ন করলেও ৫ পয়েন্ট পেয়ে যাবেন।
৭. বেস্ট আনসার হিসেবে নির্বাচিত হলে:
আপনার উত্তরটি যদি প্রশ্নকর্তার কাছে সবচেয়ে ভালো উত্তর বলে মনে হয় তবে আপনার উত্তরটি তিনি বেস্ট আনসার হিসেবে চিহ্নিত করতে পারবেন। তাহলে আপনি পুরষ্কার হিসেবে ১ পয়েন্ট পাবেন।
৮. আপভোটের মাধ্যমে:
আপনার লিখিত প্রশ্ন বা উত্তর যদি কোনো আপভোট পায় তাহলে আপনি ১পয়েন্ট পাবেন। যতটি আপভোট ততটি পয়েন্ট যোগ হবে।
৯. ফলোয়ারের মাধ্যমে:
যখন কোনো ইউজার আপনার আইডি ফলো করবে তখন আপনি এক পয়েন্ট পাবেন।
এছাড়াও আরো কিছু রিওয়ার্ড পদ্ধতি রয়েছে বিডিব্লকে। আপনি যদি সুন্দর এবং যথাযথ প্রশ্ন ও উত্তর করতে পারেন তবে প্রশ্ন/উত্তরের পয়েন্টের পাশাপাশি আপভোটের পয়েন্টও বোনাস পাবেন।
নিশ্চয় বিডিব্লক থেকে আয় করার নিয়মগুলো সম্পর্কে জানতে পেরেছেন।