1 min read
avatar মুভির কাহিনী কি?
আমরা জীবনে সবাই কম বেশি মুভি দেখেছি। কিছু কিছু মুভি ঐতিহাসিক বাস্তবতাকে ফুটিয়ে তুলার জন্য তৈরি হয়। আমার জানার বিষয় হলো avatar মুভির কাহিনীটা কি?
আমরা জীবনে সবাই কম বেশি মুভি দেখেছি। কিছু কিছু মুভি ঐতিহাসিক বাস্তবতাকে ফুটিয়ে তুলার জন্য তৈরি হয়। আমার জানার বিষয় হলো avatar মুভির কাহিনীটা কি?
এভাটারের কাহিনী হল ২১৫৪ সালের পটভূমিতে রচিত। ২১৫৪ সালে পৃথিবী নামক গ্রহটা প্রায় মৃত, শক্তির সকল উৎস শেষ হয়ে এসেছে। তখন পৃথিবীর অধিবাসীদের একদল প্রতিনিধি (আমেরিকান সৈন্য বাহিনীর একটি দল) পাড়ি জমায় ‘প্যান্ডোরা’ নামের গ্রহে।
অ্যাভাটার চলচিত্রটির পটভূমি তৈরি হয়েছে একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরাবাসির মধ্যে এক অসম কিন্তু সাহসি যুদ্ধ নিয়ে। কাহিনীর সূত্রপাত ২১৫৪ সালে, যখন আর. ডি. এ আনঅবটেনিয়ামের খোঁজে প্যানডোরা নামক পৃথিবীর মত এক গ্রহে গিয়ে মানুষ হাজির হয়।