1 min read
২০২২ সালে ভাইরাল হওয়া কোন ঘটনাটি আপনাকে আবেগী করে তুলে?
২০২২ সালে সারা বছর কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল, আপনাকে কোন ঘটনাটি আবেগী করে তুলে?
২০২২ সালে সারা বছর কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল, আপনাকে কোন ঘটনাটি আবেগী করে তুলে?
২০২২ সালে কোনো ভাইরাল ঘটনায় সবচেয়ে বেশি আবেগী হয়েছি বা কষ্ট পেয়েছি এখন এই ডিসেম্বর মাসে যেই ঘটনাটা মোটামোটি ভাইরালই বলা যায় সেটা নিয়ে।
আমাদের ময়মনসিংহ জেলা সদরের একজন বোন জেনে শুনে আদালতে গিয়ে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপর থেকে তার পরিবার তার উপর নির্যাতন করে আসছে।
তারপর তার বান্ধবীদের চেষ্টায় ঘটনাটা মোটামোটি ভাইরাল হয়ে যায়। তাই মানুষের চাপে পড়ে আজকে প্রশাসন তাকে বাড়ি থেকে নিয়ে আদালতে হাজির করে। গতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত খুবই কষ্ট পেয়েছি ঘটনা নিয়ে। একজন ব্যক্তি স্বাধীন ভাবে ধর্ম পালন করতে পারছে না বাংলাদেশে এটা খুবই কষ্টের ব্যপাার।
এবিষয়ে বিস্তারিত জানতে পারবেন লেখক আসিফ আদনান ভাইয়ের পোস্ট থেকে।
তারপরের খবর এই পত্রিকার লিংকে গিয়ে পড়তে পারবেন।
বোনটির জন্য দোয়া করবেন যেন সে নিরাপদে দ্বীনের উপর অটল থাকতে পারে।
আয়াতের কাটা দেহের খন্ড!!