আমি এখানে কন্টেন্ট লিখে ১০০০ পয়েন্টে কতো টাকা পেতে পারি? আমি মূলত কোরা তে একটা পোস্ট দেখে তারপর এইখানে জয়েন করেছি। সেখানে বলা ছিলো কোরাতে এখনও মনিটাইজেশন চালু হয়নি। এখানে লেখালেখি করে নাকি পয়েন্ট পাওয়া যায়। সেই পয়েন্ট অনুযায়ী আবার টাকা উপার্জন করা যায়।
Share
ধন্যবাদ।
জ্বি কোরাতে বাংলাদেশীরা পেমেন্ট নিতে পারেন না। তবে ইউরোপী ও আরবীয় দেশগুলোতে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধা নিতে পারেন।
bdbloq এরটা সম্পূর্ণ কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পেমেন্ট করবেন। তবে এটা এমন একটি সাইট পেমেন্ট করার জন্য আপনাকে bdbloq টিম নিজেই খুঁজবে। আপনি যথাযথ সময়ে পেমেন্ট পাবে।
bdbloq এ পয়েন্ট ছাড়াও আরো কয়েকটি পদ্ধতিতে আয় করতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুন।