যদিও আমি ছোট বেলা থেকে নামাজ পড়ে আসছি, তবুও আমার ইসলামিক জ্ঞান একবারেই শূন্যের কোটায়। আমি কয়েকমাস ধরে ইসলামিক জ্ঞান অর্জন করতে আগ্রহী হলাম। জানিনা প্রশ্নটি করা আমার উচিত কি না।
Farjana Islamজিনিয়াস
সূরা ইউসুফে হযরত ইউসুফ (আঃ) কে তার ভাইয়ারে সিজদা করলো, অথচ মানুষকে সিজদা করা তো শিরক। বিষয়টির প্রেক্ষাপট বুঝিয়ে বলবেন।
Share
মোবারকবাদ আপনাকে।
আপনার প্রশ্ন পড়ে মনে হলো আপনি মিডিয়াতে ইউসুফ-জুলেখা নিয়ে নির্মিত মুভিটি দেখে প্রশ্ন করছেন। পবিত্র কুরআনের সুরা ইউসুফ এর ৪ নং আয়াতে বলা হয়েছে।
এখানে স্বপ্নের কথা বলা হয়েছে। তাকে নক্ষত্র, সূর্য ও চন্দ্র সিজদাহ্ করতে দেখেছেন তা স্বপ্নে।স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। সব স্বপ্ন সত্যি হয় না।
আপনি যদি স্বপ্ন দেখেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এটা হতেও পারে, এবার এমন ও হতে পারে যে, আপনি ভবিষ্যতে ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী হয়ে গেলেন।
রাতে আপনি স্বপ্ন দেখলেন যে, ক্যাম্পাসে আপনি ডিম ভাঙতেছেন। পরে দেখলেন ক্যাম্পাসে আপনি কারো মাথা ফাটিয়ে দিলেন।
স্বপ্ন সবসময় সত্যি হয় না। ইউসুফ (আ) এর এটা স্বপ্নের কথা। এটা সরাসরি পবিত্র কুরআনে বর্ণনায় এসেছে। সুতারাং এটা শিরক না।