সারা বিশ্বে মুসলিমরা কেন এতো নির্যাতিত, নিপীড়িত? পৃথিবীতে তো ধর্মের অভাব নেই। অন্য ধর্মাবলম্বীরা কেন নির্যাতিত নয়?
Ahsanশিক্ষক
সারা বিশ্বে মুসলিমরা কেন এতো নির্যাতিত, নিপীড়িত? পৃথিবীতে তো ধর্মের অভাব নেই। অন্য ধর্মাবলম্বীরা কেন নির্যাতিত নয়?
Share
সারা বিশ্বে মুসলিমরা কেন এতো নির্যাতিত, নিপীড়িত? পৃথিবীতে তো ধর্মের অভাব নেই। অন্য ধর্মাবলম্বীরা কেন নির্যাতিত নয়?
না সারা পৃথিবীর সকল মুসলমান নির্যাতিত হচ্ছে না। মুসলিমদের মধ্যেও অনেক পাবেন যারা বরাবরই সুবিধা ভোগ করছেন। দুনিয়াকে জান্নাত বানাচ্ছেন।
পৃথিবীর একটা ধর্ম হলো হক্ব এবং বাতিলের লড়াই আজীবন চলবে।এরা মোটেই নতুন কিছু না।
হক্বের পক্ষে আজীবন অল্প সংখ্যক লোক থাকেন। হক্কের পক্ষে যারা আছেন তাদের আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না।
মিথ্যা মামলা, নারী সংক্রান্ত সমস্যায় জড়ানো একেবারেই নতুন না। আপনি ইসলামের ইতিহাস পড়লে সবকিছু আজকের পৃথিবীর সাথে মিলে যাবে।
না হয়, মোবাইলে তাফসির ফি যিলালিল কুরআান, তাফহিমুল কুরআন ” বা যে কোনো একটি তাফরিস ডাউনলোড করে পড়েন। ১৪শ বছরের আগে ও পরের সব কিছু মিল পাবেন।