1 min read

সাধারণ জ্ঞান

পৃথিবীতে দিনরাত সমান হয় কখন?

4 thoughts on “সাধারণ জ্ঞান

  1. পৃথিবীর দিন-রাতের সময়সীমা নির্ভর করে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের ওপর। পৃথিবী শুধু সূর্যের চারদিকে ঘুরে না বরং নিজ অক্ষের উপরও আবর্তন করে প্রতি ২৪ ঘন্টায় ১ বার।

    ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়।

    তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।

  2. সূর্যের চারদিকে পরিক্রমণকালে পৃথিবীর মেরু রেখা ধ্রুবতারামুখী হয়ে কক্ষপথের সাথে সব সময় ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থাকে। আবার নিরক্ষ রেখা বা বিষূব রেখার সমতল কক্ষপথের সাথে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। এ কারণে প্রতি বছর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে।

  3. মেরু রেখা ধ্রুবতারামুখী হয়ে কক্ষপথের সাথে সব সময় ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে থাকে। আবার নিরক্ষ রেখা বা বিষূব রেখার সমতল কক্ষপথের সাথে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। এ কারণে প্রতি বছর ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে।

    • ২০ মার্চ বছরের সমান দিন।
    • ২২ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন।
    • ২০ জুন সবচেয়ে দীর্ঘ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *