1 min read সহীহ সিত্তাহ বলতে কি বুঝানো হয়? আমরা সহীহ সিত্তাহ শব্দটির সাথে স্কুল জীবন থেকেই পরিচিত। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই।
সহীহ সিত্তাহঃ “সহীহ সিত্তাহ ” এখানে ২ টি আরবি শব্দ। একটি হলো সহীহ্ মানে নির্ভুল। অন্যটি হলো সিত্তাহ মানে ছয়। সহজভাবে,” হাদিসের ছয়টি নির্ভুল গ্রন্থকে একত্রে সহীহ্ সিত্তাহ বলে।” আরো সহজ করে হলো বলবো, বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজাহ এই ছয়টি হাদিস গ্রন্থকে একত্রে সহীহ্ সিত্তাহ বলে। Reply
সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তাহ দ্বারা “নির্ভুল ছয়” বোঝানো হয়। Reply
সহীহ সিত্তাহঃ
“সহীহ সিত্তাহ ” এখানে ২ টি আরবি শব্দ। একটি হলো সহীহ্ মানে নির্ভুল। অন্যটি হলো সিত্তাহ মানে ছয়।
সহজভাবে,” হাদিসের ছয়টি নির্ভুল গ্রন্থকে একত্রে সহীহ্ সিত্তাহ বলে।”
সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তাহ দ্বারা “নির্ভুল ছয়” বোঝানো হয়।