1 min read

সম্প্রতি কোন ঘটনাটি আপনাকে ভাবিয়েছে?

প্রতিদিনের সংবাদ মিডিয়া কোনো না কোনো ঘটনা নিয়ে ব্যস্ত। আমাদের চারপাশে কোনো কোনো ঘটনা প্রতি নিয়ত ঘটছে।  তেমন সম্প্রতি কোনো ঘটনাটি আপনাকে ভাবিয়েছে?

One thought on “সম্প্রতি কোন ঘটনাটি আপনাকে ভাবিয়েছে?

  1. সম্প্রতি কোন বিষয়টা আমাকে ভাবিয়েছে তা ভাবতেও কিছুটা সময় লাগলো!

    কয়েকদিন যাবৎ পাঠ্যবই নিয়ে প্রচুর সমালোচনা চলছে। পাঠ্যবইয়ে মুসলিম বীরদেরকে ভিলেন রূপে উপস্থাপন করা সহ বিবর্তনবাদ, জেন্ডার ইত্যাদি নিয়ে অনেক তোড়জোড় চলছে। তার সাথে গুগল থেকে কপি পেস্ট করার কথাও প্রথম আলো সামনে এনেছে।

    আমি এটি নিয়ে ভেবেছি। তবে এই প্রশ্নের উত্তর দেব ভিন্ন একটি ভাবনা নিয়ে।

    গতকাল ফেসবুক স্ক্রল করার সময় একটি লেখা সামনে আসলো। একজন ভাই লিখেছেন,

    আমি নিউমার্কেট থেকে দুইটি গ্যাবাডিন প্যান্ট কিনে আনলাম। দোকানদার দাম চেয়েছিল ২২০০ টাকা।

    তারপর দামাদামি করে আমি মাত্র ৮০০ টাকায় দুইটি প্যান্ট কিনে নিয়ে আসলাম।

    এই ঘটনা যারা শপিং করেছেন তাদের প্রত্যেকের সাথেই ঘটে। কেউ জিতেন কেউবা দোকানদারের কাছে হেরে আসেন।

    পাঠ্যবই নিয়েওতো একই বিষয় হচ্ছে। তাই না?

    বইয়ে এতপরিমাণে ঝামেলা ঢুকিয়েছে যে ঐ দোকানদারের মতো ২২০০ টাকা চেয়ে বসে আছে। তারপর আপনি যতই দর কষাকষি করেন না কেন দোকানদার কিন্তু লাভ করবেই। একটু হলেও লাভ করে ছাড়বে।

    তাহলে বইয়ে এত পরিমাণ ঝামেলা দেয়ার কারন কিছুটা বোধগম্য হলো? অর্থাৎ, যতই আন্দোলন করা হোক না কেন বইয়ে তাদের ঝামেলা শেষ পর্যন্ত একটু হলেও থাকবেই।

    আর তখন সাধারন মানুষও কিছু বলতে পারবে না। কারন তারা বলবে যে, দেখো তোমাদের কথা অনুযায়ী কতটুকু চেঞ্জ করেছি বই। তবুও খুশী না?

    আবার দোকানদারের গল্পে ফেরত যাই,

    দোকানদার কিন্তু জানে যে, ২২০০ টাকা দিয়ে কেউ প্যান্ট কিনবে না। তার কেনা দাম হয়তো ৬০০ টাকার মতো হতে পারে। তাহলে সে এতো উচ্চ দাম চাইলো কেন?

    কারন সে জানে দামাদামি করতে করতে আপনি কত পর্যন্ত কমাবেন? তার শেষ পর্যন্ত ১০০/২০০ টাকা লাভ থাকবেই।

    দোকানদারের সাথে মিলিয়ে দেখুন পাঠ্যবইয়ের কাহিনী। সেখানেও এতপরিমান ভেজাল দেয়ার সময় তারা জানতো যে প্রতিবাদ, আন্দোলন হবে। এজন্য কতটুকু পরিবর্তন করবে সেটাও আগেই ঠিক করে রেখেছে।

    এখন যেই বই বের হবে, সেটাতে যতটুকু ঝামেলা খুঁজে পাবেন আসলে তারা এই টুকুই বইয়ে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। অর্থাৎ, তারা তাদের মিশনে ঠিকই সফল হবে বলে মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *