1 min read

সফটওয়্যার

সিপিইউ কি?

3 thoughts on “সফটওয়্যার

  1. CPU পূর্ণরূপ বা ফুল ফর্ম হল central processing unit বাংলায় যার অর্থ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক যেটাকে প্রসেসর বলা যেতে পারে । সিপিইউ হলো কম্পিউটারের প্রধান অংশ অর্থাৎ সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় (brain of computer) । CPU বা কম্পিউটারের মূল মাথা যে কোন জটিল গাণিতিক কাজ সম্পন্ন হয় এর মাধ্যমে।

    আমরা কম্পিউটারকে যে সমস্ত ডেটা দিই সিপিইউ সেগুলো কে produce করে আউটপুট এ পরিণত করে।

     

     

  2. কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে।

    বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। ১

    ৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়।

    CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit.

     

  3. CPU পূর্ণরূপ বা ফুল ফর্ম হল central processing unit বাংলায় যার অর্থ হলো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক যেটাকে প্রসেসর বলা যেতে পারে । সিপিইউ হলো কম্পিউটারের প্রধান অংশ অর্থাৎ সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় (brain of computer) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *