1 min read
শের আলি আফ্রিদি কে?
ইতিহাসের পাতায় পাতায় লিখা আছে অসংখ্য ব্যত্তিবর্গের নাম, যাদেরকে মানুষ ২ টি দিক থেকে মনে রাখেন। একটি হলো ইতিবাচক দিক অন্যটি নেতিবাচক। ইতিহাসের পাতায় তেমনি একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাই যার নাম শের আলি আফ্রিদি।
শের আলি আফ্রিদি, যাকে শেরে আলীও বলা হয়, তিনি ১৮৭২ সালের ৮ ফেব্রুয়ারি ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে হত্যার জন্য পরিচিত। তিনি তখন হত্যার জন্য দণ্ডিত হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন।