1 min read

রামপাল বিদ্যুৎ কেন্দ্র-ঃঃ

রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত??
কেন্দ্রটি পরিচালিত হবে কি দ্বারা??
এর উৎপাদন শুরু হবে কত সালে??
এর মোট ব্যয় কত কোটি টাকা??

2 thoughts on “রামপাল বিদ্যুৎ কেন্দ্র-ঃঃ

  1. ১.অবস্থান রামপাল,বাগেরহাট

    ২.কেন্দ্রটি পরিচালিত হয় কয়লা দিয়ে

    ৩.উৎপাদন শুরু হয়  ২০১৯সালে

    ৪.মোট ব্যয় ১৪হাজার ৯৯৯কোটি টাকা

  2. রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সুন্দরবনের ওপর এর প্রভাব নিয়ে পত্রিকাগুলোতেও কম আলোচনা হয়নি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসা যাক।

    ১. রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

    – বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের রামপালে অবস্থিত।

    ২. কেন্দ্রটি পরিচালিত হবে কি দ্বারা?

    – এটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। সুতরাং, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হবে।

    ৩. এর উৎপাদন শুরু হবে কত সালে?

    – ২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী (বাংলাদেশে ও ভারত) একত্রে বিদ্যুৎকেন্দ্রটি উদ্ধোধন করেন।

    ৪. এর মোট ব্যয় কত কোটি টাকা?

    – বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের তথ্যমতে প্রকল্পটিতে খরচ হবে প্রায় ১৬০০০ কোটি টাকা।

    আরেকটি বিষয় জানিয়ে রাখা উচিত,

    রামপাল বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রকল্প।

    উভয়ের শেয়ার রয়েছে ৫০:৫০ অনুপাতে।

    আপনাতে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *