1 min read
রামপাল বিদ্যুৎ কেন্দ্র-ঃঃ
রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত??
কেন্দ্রটি পরিচালিত হবে কি দ্বারা??
এর উৎপাদন শুরু হবে কত সালে??
এর মোট ব্যয় কত কোটি টাকা??
রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত??
কেন্দ্রটি পরিচালিত হবে কি দ্বারা??
এর উৎপাদন শুরু হবে কত সালে??
এর মোট ব্যয় কত কোটি টাকা??
১.অবস্থান রামপাল,বাগেরহাট
২.কেন্দ্রটি পরিচালিত হয় কয়লা দিয়ে
৩.উৎপাদন শুরু হয় ২০১৯সালে
৪.মোট ব্যয় ১৪হাজার ৯৯৯কোটি টাকা
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সুন্দরবনের ওপর এর প্রভাব নিয়ে পত্রিকাগুলোতেও কম আলোচনা হয়নি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসা যাক।
১. রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
– বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের রামপালে অবস্থিত।
২. কেন্দ্রটি পরিচালিত হবে কি দ্বারা?
– এটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। সুতরাং, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হবে।
৩. এর উৎপাদন শুরু হবে কত সালে?
– ২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী (বাংলাদেশে ও ভারত) একত্রে বিদ্যুৎকেন্দ্রটি উদ্ধোধন করেন।
৪. এর মোট ব্যয় কত কোটি টাকা?
– বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের তথ্যমতে প্রকল্পটিতে খরচ হবে প্রায় ১৬০০০ কোটি টাকা।
আরেকটি বিষয় জানিয়ে রাখা উচিত,
আপনাতে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য।