1 min read যদি নিজেকে ব্যর্থ মনে করেন, কোন অভ্যাসটাকে দায়ী করবেন? আপনি যদি নিজেকে ব্যর্থ মনে করেন তাহলে এর পেছনে কোনটি দায়ী?
আমার অনেকগুলো বদাভ্যাস আছে।এগুলো আমাকে সফল হতে বার বার বাঁধা দিয়েছে। যে কোনো কাজ ১ম সপ্তাহ যেভাবে গুরুত্ব দিয়ে করি, পরে তা আর গুরুত্ব পাই না। অল্পতে ভেঙ্গে পড়া। সবাইকে ব্যক্তিগত বিষয় শেয়ার করা। বিশ্বাস করা। যে কোনো মানুষকে ২ মিনিটে বিশ্বাস করে ২০ বছরের ইতিহাস শেয়ার করি যা ২ সেকেন্ডে আঘাত করে ২ মাস ঘুমোতে দেয় না। Reply
পুরোপুরি ব্যর্থ মনে করি না। তবু সবচেয়ে খারাপ অভ্যাসটি হলো প্রোকাস্টিনেশান
আমার অনেকগুলো বদাভ্যাস আছে।এগুলো আমাকে সফল হতে বার বার বাঁধা দিয়েছে।
সময়ের অপব্যবহার