1 min read

যদি কখনো সুযোগ হয়, ইউরোপের কোন দেশে ক্যারিয়ার গড়বেন?

সবার কম বেশি ইচ্ছে থাকে দেশের বাহিরে ক্যারিয়ার গড়া। ইদানিং সেটার পরিমাণ দিন দিন বাড়ছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোকে খুব বেছে নিচ্ছে, এখন আমার প্রশ্ন হলো আপনার ক্ষেত্রে আপনি কোন দেশটাকে প্রথমে রাখবেন? এবং কেন?

One thought on “যদি কখনো সুযোগ হয়, ইউরোপের কোন দেশে ক্যারিয়ার গড়বেন?

  1. যদি কখনো দেশের বাহিরে ক্যারিয়ার করার সুযোগ হয় তবে ইউরোপের কোন দেশে ক্যারিয়ার গড়বো তা নিয়ে কিছুক্ষণ ভেবেছি। কিন্তু মন সায় দেয়নি।

    প্রথমত, আমি বাংলাদেশে থাকতে চাই। আরো নির্দিষ্ট করে বললে আমাদের গ্রামে থেকে কিছু একটা করতে চাই। তাতে মা-বাবার সাথে থাকতে পারবো এবং গ্রামের সকলের সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়। এটার চাইতে বড় প্রাপ্তি কিছু হয় না।

    লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে ২ বছর থেকেছি। আমার কাছে ভালো লাগেনি। কারন, ঘর থেকে বের হওয়ার পর কেউ কাউকে চিনি না। কারো সাথে আন্তরিকতা নেই। শহরে কেউ বিপদে পড়লে সহজে কেউ এগিয়ে আসে না। ইত্যাদি অনেক কারনেই কেন যেন শহর এলাকা আমাকে টানে না।

    আমার উত্তরটি আপনার প্রশ্নের সাথে শতভাগ সঙ্গতিপূর্ণ না হলেও উত্তর লিখছি কারন, আমি দেশের বাহিরে ক্যারিয়ার করার সুযোগ পেলে শুধুমাত্র দুটি বিশ্বের দুটি শহরেই রাজি আছি। সেগুলো হলো:

    1. মক্কা নগরী।
    2. মদীনা শরীফ।

    এই দুই শহরে যদি বাবা-মা নিয়ে যেতে পারি তবে যাব। কেন শহরদুটিকে বেছে নিলাম আশাকরি বুঝতেই পারছেন।

    এই দুই শহর ছাড়া দেশের বাইরে আর কোথাও ক্যারিয়ার করার ইচ্ছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *