1 min read
যদি আপনাকে আবার সুযোগ দেওয়া হয়, আপনি বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন করবেন?
আমাদের অনেকেই পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ছি না। আবার অনেকই পড়ছি, বেশির ভাগ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পজিশন পেছনে থাকায়, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যে কয়টি সাবজেক্ট দেয়, সেখান থেকে একটি সিলেক্ট করে গ্রাজুয়েশন শেষ করেন। যেটা অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হলো আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, আপনি কোন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করবেন এবং কেন?
আমি এখন সমাজ কর্ম বিভাগে গ্রাজুয়েশন করছি। নিজের ইচ্ছেতেই এই সাবজেক্টে ভর্তি হয়েছি।
যদি আমাকে আবার সুযোগ দেয়া হয় তবে আমি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) নিয়ে পড়বো। যেহেতু ব্যাকগ্রাউন্ড সাইন্স ছিল।
অথবা, আমার আরেকটি পছন্দের সাবজেক্ট জার্নালিজম নিয়ে পড়বো।
যেহেতু দুটি পছন্দের সাবজেক্ট রয়েছে তাই আমি যেকোনো একটি বেছে নেয়ার ক্ষেত্রে দুই ডিপার্টমেন্টের টিচারদের তুলনা করবো, ফ্যাসিলিটি ইত্যাদি তুলনা করে সিএসই এবং জার্নালিজম থেকে একটি বেছে নেব।