1 min read

মানবাধিকার কি?

মানবাধিকারের কথা আমরা পত্রিকা , টিভি, পাঠ্যবই সবজায়গাতেই পড়ি এবং শুনি।

মূলত মানবাধিকার বলতে কি বুঝায়?

2 thoughts on “মানবাধিকার কি?

  1. মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে

  2. “মানবাধিকার” এর পরিচয় :

    মানবাধিকার এর ইংরেজি Human rights, এখানে ইংরেজি Human এবং rights ২ টি শব্দের সমন্বয়ের বাংলা মানবাধিকার হয়।

    এখানে Human অর্থ মানব। Rights অর্থ অধিকার।অধিকার বলতে এমন অধিকার যা মানুষের কাছে সংরক্ষিত।

    মানবাধিকার এর সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মতামত প্রদান করেন। আমার কাছে সবচেয়ে সুন্দর এবং সহজ মনে হয়েছিল, শ্রদ্ধেয় ড. শফিক আহমেদ স্যার এর সংজ্ঞাটা,

    মানুষের অস্তিত্ব রক্ষা, ক্ষমতার বিকাশ এবং মর্যদাপূর্ণ জীবন-যাপনের জন্য একান্তভাবে প্রয়োজনীয় অধিকার হচ্ছে মানবাধিকার। 

    আমরা ছোট্ট একটি সংজ্ঞা দিতে পারি,

    যে সব অধিকার মানুষ হিসেবে সকলের জন্য প্রযোজ্য তাই হলো মানবাধিকার। 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *