1 min read
মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি??
মানুষ যে ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পারদর্শী, যে ভাষাটি সে তার পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে ছোটবেলায় শিখেছে ও ভাষাটি যে অঞ্চলে বহুল প্রচলিত, সে অঞ্চলের মানুষের মতই ভাষাটিতে কথা বলতে সক্ষম, তাকে সাধারণভাবে মাতৃভাষা বা প্রাথমিক ভাষা বলা হয়।
মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা নিঃসন্দেহে মান্দারিন ভাষা।
মান্দারিন ভাষার পর দ্বিতীয় স্থানট স্প্যানিশ ভাষার দখলে। এ তালিকায় বাংলা ভাষা হিন্দি ও উর্দুর ভাষার উপরে।