ভার্সিটিতে যারা পড়ে, তারা তো দেখা যায় তেমন পড়াশোনায় সময় দেয় না। তাছাড়া কোনো কোচিং, প্রাইভেটও পড়ে না। তাহলে শুধু স্যারের লেকচার শুনেই কি তাদের পড়ালেখা হয়ে যায়?
Ahsanশিক্ষক
ভার্সিটিতে যারা পড়ে, তারা তো দেখা যায় তেমন পড়াশোনায় সময় দেয় না। তাছাড়া কোনো কোচিং, প্রাইভেটও পড়ে না। তাহলে শুধু স্যারের লেকচার শুনেই কি তাদের পড়ালেখা হয়ে যায়?
Share
ভার্সিটিতে যারা পড়েন ওনারা যে সময় পড়াশোনা করেন সেটা আপনি হয় তো দেখেন না। না পড়ে কেউ ভার্সিটিতে ভালো রেজাল্ট করছে আমার জানা নেই।
কোচিং প্রাইভেট সাবজেক্ট এর উপর নির্ভর করে।
ক্লাসের লেকচার নির্ভর হওয়া ভালো ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় গুণ মনে করি আমি।নিয়মিত লেকচার শুনা ছাড়া ভালো রেজাল্ট কখনোই আশা করা যায় না।