শুরু থেকে ব্রাজিল অসাধারণ খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা তাদের ছিল না, তো ব্রাজিলের পরাজয়ের পেছনে আপনি কোনটিকে দায়ী করবেন?
Md. Omar Khanশিক্ষকানবিশ
ব্রাজিলের হারের পেছনে আপনি কোনটি কে দায়ী করবেন?
Share
ডিফেন্স নিয়ে অবহেলা করাটাই মূল কারণ। ব্রাজিল ট্রাইবেকারে গেলে নিশ্চিত হারবে তা সবারই ধারণা ছিল। কারণ ব্রাজিলে গোল রক্ষক স্ট্রং নয়।
ব্রাজিল হেরে যাওয়ার পেছনে অনেকগুলোই কারণ আছে-
১. প্রথম গোল করার পর ওদের ডিফেন্স করা উচিত ছিল কিন্তু তা তারা করেনি।
২. পেনাল্টিতে রুদ্রিগোকে না দিয়ে আরো অভিজ্ঞ কাউকে সিলেট করতে পারত শুরুর জন্য। ভালো খেলে কিন্তু আরো অনেক অভিজ্ঞ হওয়া দরকার ছিল পেনাল্টির জন্য।
৩. শেষে আমি যেটা বলবো তাহলে তো অনেকর ভালো না ও লাগতে পারে,সেটা হচ্ছে হয়তো ভাগ্য সাথে ছিল না। কারণ শুরু থেকে তারা যথেষ্ট ভালো খেলেছিল, সেদিনের গেইমটাতে ওরা অনেক ভালো খেলেছিল।
আমারও মনে হয় ব্রাজিলের কোচের ডিফেন্স আর শক্ত করা নিয়ে ভাবা উচিত ছিল।
ব্রাজিলের পরাজয়ের পেছনে অনেক কারনই থাকতে পারে। তবে সবচেয়ে বড় কারন যেটি মনে হয়েছে সেটা হলো ব্রাজিলের খেলোয়ারদের ইঞ্জুরি ছিল অনেক বেশি। তাছাড়া ভাগ্য সব সময় সমান যায় না।
তিতে