1 min read
ব্যক্তি জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত কোন দিকটি আপনি নিজের জীবনে Involved করতে চান এবং কেন?
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু প্রশংসিত আর চেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি জাস্টিন ট্রুডো। আপনি ওনার ব্যক্তিগত কোন অভ্যাসটি নিতে চান?
জাস্টিন ট্রুডো সকলের কাছে একজন ভালো ব্যক্তি এবং নেতা হিসেবে পরিচিত। তার এই জনপ্রিয়তার পেছনে তার দৃষ্টিভঙ্গি অনেক অবদান রেখেছে। তার ২০১৮ সালে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দেয়া একটি লেকচারে তিনি বলেছেন,
সে যা বলেছে তা সে নিজেও প্র্যাকটিস করে। এজন্যই আজ এই পর্যায়ে আসতে পেরেছে। তার লিডারশিপ স্কিল পারিবারিক ভাবেই পাওয়া। তার বাবা পিয়েরে ট্রুডোও খুব জনপ্রিয় ছিলেন।
অনেক কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসি।
ব্যক্তি জাস্টিন ট্রুডোর যেই অভ্যাসটি আমি নিজের মধ্যে নিতে চাই সেটি হলো, সকল ধরনের মানুষের সাথে কথা বলা এবং তাদেরকে একই গ্রাউন্ডে নিয়ে আসা।
যেকোনো ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে ট্রুডো সাহেব খোলা মনে কথা বলেন। এটি উনার অনেক ভালো একটি গুন।
বর্তমানের মনযোগী শ্রোতা খুঁজে পাওয়া কঠিনই বটে। তাই উনার এই মনযোগী শ্রোতার গুনটি নিজের মধ্যে নিতে চাই।