1 min read

বুখারী শরীফ অধ্যয়ন করে পাওয়া সবচেয়ে ভালো ৫টি শিক্ষা আমাদের সাথে শেয়ার করবেন?

বুখারী শরীফ একটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। একে সহীহ বুখারী নামেও অভিহিত করা হয়।

সহীহ সিত্তাহ এরও অন্তভুক্ত এই গ্রন্থটি।

2 thoughts on “বুখারী শরীফ অধ্যয়ন করে পাওয়া সবচেয়ে ভালো ৫টি শিক্ষা আমাদের সাথে শেয়ার করবেন?

  1. আপনাকে একটা গল্প শেয়ার করি, মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা ইমাম হাসান আল-বান্নাকে ফাঁসির রায় প্রদান করেন সেই দেশের আদালত।

    তো যখন ফাঁসি কার্যকর হবে তার আগে ব্রাদারহুডের অন্য দায়িত্বশীলরা ওনার কাছে গিয়ে অনুরোধ করলেন যে, আপনাকে তো আমরা হারিয়ে ফেলব। তো আপনার অনুপস্থিতিতে আমাদের কিছু উপদেশ দিন।

    তখন তিনি ৫০ টি উপদেশ লিখেন। পরবর্তীতে তিনি সবগুলো কেটে দেন এবং সেখানে শুধু একটি উপদেশবাণী লিখেছেন

    (উপদেশটি আমি লিখব না, আপনি গুগল সার্চ করে বের করুন। কেন লিখছি না সেটা তখনি বুঝতে পারবেন যখন আপনি খুঁজে পাবেন) 

    এবার আসি আপনার উত্তরে,

    আসলে পুরো বোখারী শরীফটাই শিক্ষা,  আমি কোন হাদিসটি রেখে কোন হাদিসটির কথা বলবো?

    ছোট্ট একটি বিষয় বলি, আপনি হৃদয়ের সবটুকু দিয়ে এটা গ্রহণ করুন। “আল্লাহ কোনো বিষয়ে বেখবর নন” 

    এটা যখন হৃদয় দিয়ে নিতে পারবেন, তখন আপনার বিপদ আসলে, আপনি কষ্ট পাবেন না। কারণ আল্লাহ জানেন। আল্লাহ আপনার সাথে আছেন।

    এটা মানলে আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কারণ আপনি জানেন আল্লাহ আমার সাথে আছেন, তিনি দেখছেন।

    পৃথিবীর পাতালপুরে গেলেও আপনার ভয় থাকবে না।  কারণ আপনার সাথে আপনার রব আছে।

    কেউ আপনাকে অযথা কষ্ট দিলে,  মেনে নিতে পারবেন, আল্লাহ বেখবর নন। তিনি সব দেখছেন, যেখানে চির বিচারক সবকিছু দেখছেন, সেখানে কাউকে প্রতিত্তোরে কিছু বলার প্রয়োজন বোধও হবে না আপনার।

    আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তাওফিক দিন। আমিন ইয়া রাব্বি।

     

    1. উপদেশটি গুগলে কিছুক্ষণ খুঁজলাম। কিন্তু পেলাম না। একসাথে ২০টি উপদেশ বা এরকম গুচ্ছ আকারে উপদেশ সংকলন রয়েছে। আলাদা ভাবে পেলাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *