ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। অন্যান্য দেশে এটি ভাষা হিসেবেই পড়ানো হয়। কিন্তু বাংলাদেশে এটি সাবজেক্ট হিসেবে পড়ানো হয় কেন?
Atikur RahmanProfessional
বিশ্বের অন্যান্য দেশে ইংরেজি কোনো সাবজেক্ট নয়, শুধু ভাষা হিসেবে পড়ানো হয়। তাহলে বাংলাদেশে সাবজেক্ট হিসেবে কেন?
Share
বিশ্বের অন্যান্য দেশে ইংরেজি সাবজেক্ট নয়, কথাটি সঠিক নয়।
এটা আমি অনেক জনের কাছ থেকে শুনছি, কিন্তু মজার ব্যাপার হলো তারা কেউ ইংরেজি নিয়ে পড়েন নি।
বাংলাদেশে কি পড়ানো হয় সেটা অনেক শিক্ষার্থী জানেনই না।
বাংলাদেশে প্লে- নার্সারী থেকে ইংরেজি ছড়া, কবিতা এবং ছোট ছোট গল্প পড়ানো হয়। এগুলো ভাষা না এগুলো সাহিত্যের একট বড় অংশ।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যেমন বাংলা সাহিত্যের উপর অনার্স-মাস্টার্স এমনক পিএইচডি ডিগ্রী দেওয়া হয়। তেমনি ইংরেজিতেও এসব ডিগ্রী দেওয়া হয়।
এর ইংরেজি সাহিত্যে সারা পৃথিবী জুড়ে পড়ানো হয়। পিএইচডি দেওয়া হয়।
এখানে ভাষা হিসেবে না এটা সাহিত্য হিসেবে পড়ান। বাংলাদেশেও তাই। আমি ELL নিয়ে পড়ছি। “English Language and Literature – ইংরেজি সাহিত্য ও ভাষা”