1 min read

বিশ্বশান্তি রক্ষায় পরাশক্তিগুলোর ভূমিকা কী?

বিশ্বের বেশিরভাগ প্রভাব বিস্তারকারী ঘটনাগুলো নিয়ন্ত্রণ করে ঘটায় পরাশক্তিরা। তারা তাদের ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে সবকিছু করতে চায়।

One thought on “বিশ্বশান্তি রক্ষায় পরাশক্তিগুলোর ভূমিকা কী?

  1. বিশ্ব শান্তি রক্ষায় পরাশক্তিগুলো শতভাগ কার্যকারী ভূমিকা রাখতে পারেন।

    আমি এখানে আগে আলোচনা করছি বিশ্বে এত অশান্তি কেন? আগে সমস্যাগুলো চিহ্নিত করি তারপর সমাধান বলবো।কিছু সমস্যা সবার ক্ষেত্রে। যেমন:

    • সব প্রভাবশালী দেশ বা পরাশক্তি দেশ চাই আরো প্রভাবশালী হতে। আরো শক্তি গেইন করতে। 
    • প্রতিটি প্রভাবশালী দেশ বা পরাশক্তি দেশ যতই গণতন্ত্রের কথা বলুক, যতই মানবতার কথা বলুক, তারা কিন্তু নিজেদের শর্তে ১ ইঞ্চিও ছাড় দেওয়ার নজির খুবই কম। 
    • দুর্বল দেশ গুলোর দুর্বলতার সুযোগ নেওয়া। পরাশক্তির দেশ শুধু না, এই সুযোগটা সবাই নিতে চাই। সাহায্য বা অনুদানের নামে এমন কিছু শর্ত তারা বেঁধে দেন, যেগুলো গরীব দেশগুলোকে মানতে বাধ্য করা হয়।

    এগুলো ছাড়া আরো হাজারটা কারণ আছে। তবে উপরের বিষয়গুলো প্রায় সব দেশ করে। এসকল অসুস্থতা থেকে আমরা যতদিন বেরিয়ে আসতে পারবো না ততদিনই পৃথিবীতে শান্তি স্থাপন সম্ভব নয়।

    উপরে উল্লেখিত বিষয়গুলোতে যদি সকল পরাশক্তি রাষ্ট্রগুলো সর্বোচ্চ ছাড় দেন। নমনীয়তা দেখান তাহলে আমি মনে করি এটাই হবে সবচেয়ে কার্যকারী ভূমিকা। 

    আপনি লক্ষ্য করবেন, আজকে বিভিন্ন দেশের যুদ্ধের কারণগুলো যদি ভেতর থেকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন উপরের বিষয়গুলোর সাথে কোনো না কোনো ভাবে মিলে যাবে।

    উত্তরটি ভালো লাগলে অবশ্যই একটি আপভোট দিবেন প্লিজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *