1 min read

বিমান ভ্রমণ করার সময় ভয় পেলে করণীয় কী?

বিমান ভ্রমণ করা অনেকের স্বপ্নের বিষয়। কারো প্রয়োজনের বিষয়। কিন্তু বিমান টেক অফ করার পর যদি বিমান দুর্ঘটনার ভয় কিংবা যেকোনো কারনে ভয় পেলে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়?

আর এরকম পরিস্থিতি কি কারো হয়?

One thought on “বিমান ভ্রমণ করার সময় ভয় পেলে করণীয় কী?

  1. বিমান ভ্রমণ করার সময় ভয় পেলে করণীয়:

    এই পরিস্থিতির স্বীকার আমি বহুবার হয়েছি। বিশেষ করে, বাংলাদেশ থেকে কুয়েত বা আবুধাবি,  অথবা আবুধাবি থেকে চট্টগ্রাম আসার পথে,  আমার যদি ভুল না হয় এটা ভারত মহাসাগর হবে।

    দিল্লির পৌঁছার ঘণ্টা খানেক আগে অথবা দিল্লির পরবর্তী ঘণ্টা খানেক আগের যে বিমান পথ রেখা,  এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাস্তা।

    এই সময় যাত্রীদের কি কি করতে হয় সব বলে দিবে বিমান ক্র।

    • সীট বেল্ট বাঁধা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
    •  বসা থেকে উঠ যাবে না।
    • একসাথে কয়েকজন ওয়াশরুমে যাওয়া যাবে না। এই অভিজ্ঞতাটা খুবই খুবই বাজে। বাংলাদেশের কিছু যাত্রীরা বিমানের ওয়াশরুমটাকে বেডরুম মনে করেন। ওয়াশরুমের সামনে ২০/৩০ জন লোক ভিড় করেন। বিমানবালারা বার বার সর্তক করলেও নূন্যতম সাড়া দেয় না। এটা খুবই দুঃখজনক এমনকি লজ্জাজনকও বটে। এটা বাংলাদেশের যাত্রী ছাড়া আর কোথাও দেখি না। অন্য দেশের যাত্রীদের একটু ইশারা করলে ওনার sorry বলতে বলতে যেখানে ক্লান্ত হয়ে পড়েন, বাংলাদেশের যাত্রীরা সেখানে গায়ে উঠে পড়েন। মহিলা যাত্রীদেরও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কারণ, বিমানে যাত্রীদের জন্য  ১ টার বেশি ওয়াশরুম খুব কম বিমানে থাকে।
    • অস্থির হওয়া যাবে না। বিমান কতৃপক্ষ কি নির্দেশনা দেন তা শুনতে হবে, ইংরেজি অথবা আরবি না বুঝতে পারলে পাশে কারো কাজ থেকে বুঝে নিতে হবে।
    • সবসময় আল্লাহকে ডাকুন। গত সপ্তাহে আশার সময় একই জায়গায় অর্থাৎ দিল্লির আগে আগে এরকম একটা পরিস্থিতির স্বীকার হলাম। যখন বিপদ তখন সবাই আল্লাহ আল্লাহ করে কান্না করতেছেন,  আর যখন একটু ভালো হলো সবাই আবার উল্লাস করতেছেন। পরে আবারও বিপদে পড়তে হয়েছে।
    • সবসময় পাইলটের প্রতি আস্তা রাখুন।
    • বিপদের ৬০%+ যখন আশংকা থাকবে,  লাইফ জ্যাকেট পরার নির্দেশ দিবেন। সেটা কিভাবে ব্যবহার করবেন ঠান্ডা মাথায় বুঝে নিবেন। অস্থির হওয়া যাবেই না।
    • বেশি বেশি দোয়া ও আল্লাহর সাহায্য চাইতে হবে।

    আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ভ্রমণের জন্য সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *