1 min read
বিমান ভ্রমণ করার সময় ভয় পেলে করণীয় কী?
বিমান ভ্রমণ করা অনেকের স্বপ্নের বিষয়। কারো প্রয়োজনের বিষয়। কিন্তু বিমান টেক অফ করার পর যদি বিমান দুর্ঘটনার ভয় কিংবা যেকোনো কারনে ভয় পেলে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়?
আর এরকম পরিস্থিতি কি কারো হয়?
বিমান ভ্রমণ করার সময় ভয় পেলে করণীয়:
এই পরিস্থিতির স্বীকার আমি বহুবার হয়েছি। বিশেষ করে, বাংলাদেশ থেকে কুয়েত বা আবুধাবি, অথবা আবুধাবি থেকে চট্টগ্রাম আসার পথে, আমার যদি ভুল না হয় এটা ভারত মহাসাগর হবে।
দিল্লির পৌঁছার ঘণ্টা খানেক আগে অথবা দিল্লির পরবর্তী ঘণ্টা খানেক আগের যে বিমান পথ রেখা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাস্তা।
এই সময় যাত্রীদের কি কি করতে হয় সব বলে দিবে বিমান ক্র।
আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ভ্রমণের জন্য সাহায্য করুন।