বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়লে পরবর্তীকালে বিসিএস দিয়ে ভালো ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাব? আর সেটা না হলেও আমার হাতে অন্য সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য ভালো অপশন থাকবে? শিক্ষকতা পেশা বাদে সাজেস্ট করুন।
Ahsanশিক্ষক
বিজ্ঞান বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়লে পরবর্তীকালে বিসিএস দিয়ে ভালো ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাব? আর সেটা না হলেও আমার হাতে অন্য সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য ভালো অপশন থাকবে? শিক্ষকতা পেশা বাদে সাজেস্ট করুন।
Share
বিজ্ঞান বিভাগের অন্যতম চাহিদাবহুল সাবজেক্টের মধ্যে একটি হলো সিএসই বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
ভবিষ্যতে এবং বর্তমানেই যেভাবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অগ্রসহ হচ্ছে এবং তথ্য প্রযুক্তি খাতের চাহিদা বাড়ছে তাতে এই সাবজেক্ট খুবই ভালো হবে বেসরকারি চাকরির ক্ষেত্রে। বিসিএস বা সরকারি চাকরিতে এই সেক্টরের চাহিদা বা সুযোগ কি রকম আমি সঠিক বলতে পারছি না।
যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করেন, তবে বৈজ্ঞানিক কৃষি বিষয়ে বাংলাদেশে একটি বিপ্লব বা কর্মসূচি শুরু হয়েছে কয়েকবছর ধরেই। তাই কয়েকবছর পর কৃষি খাতে কৃষি বিশেষজ্ঞদের একটি ভালো চাহিদা সৃষ্টি হবে।
বিসিএস এ তাদের জন্য অনেক সুযোগ রয়েছে। সরকার এই বিষয়ে অনেক কাজ করছে এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে এবং করবে। তাই সরকারি চাকরির অনেক সুযোগ তৈরি হচ্ছে কৃষি খাতে।
বেসরকারি খাতের কথা নাই বললাম। কারন সরকারের চেয়ে বেসরকারি ভাবে এই খাতে বিনিয়োগ অনেক বেশি।
আমার জানা মতে, এই সেক্টরটা নিকট ভবিষ্যতে খুবই ভালো করবে।
[আপনি পরিচিত ও এসব বিষয়ে ভালো এমন মানুষদের সাথে পরামর্শ করুন। ভালো ভাবে জেনে বুঝে তারপর পদক্ষেপ নিন। কারন আপনার এই সিদ্ধান্তটি ক্যারিয়ার ও জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ]