1 min read

বারাক ওবামার লাইফস্টাইল সমন্ধে জানাবেন কি?

বারাক ওবামা দুই মেয়াদে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। তিনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

তার লাইফ স্টাইল নিয়ে প্রথম আলো সহ পত্রিকাগুলোতে লেখা হতো। এখন তার লাইফস্টাইল সমন্ধে জানতে চাই

One thought on “বারাক ওবামার লাইফস্টাইল সমন্ধে জানাবেন কি?

  1. বারাক হুসাইন ওবামার বর্তমান অবস্থা :

    বারাক হুসাইন ওবামার বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য অনেক ওয়েবসাইটে ভিজিট করলাম। কিন্তু যে তথ্যগুলো জানতে চাচ্ছি তা পাচ্ছি না।

    তবে obama Foundation, America morning,  CBS tv তে দেওয়া ওবামার কয়েকটি ইন্টারভিউ থেকে কিছু তথ্য শেয়ার করছি।

    ২০২২ সালে দেওয়া ইন্টারভিউ অনুযায়ী তিনি বর্তমানে বই লিখে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামের বক্তা এবং globetrotting এসব কাজে সময় দিয়ে নিজেকে ব্যস্ত রাখেন।

    তিনি বর্তমান সাধারণ একজন আমেরিকান এর মত সাধারণ জীবন-যাপন করেন।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *