1 min read
বাংলা ভাষায় বুখারী শরীফের কোন অনুবাদটি সবচেয়ে ভালো হয়েছে?
বুখারী শরীফ একটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। একে সহীহ বুখারী নামেও অভিহিত করা হয়।
সহীহ সিত্তাহ এরও অন্তভুক্ত এই গ্রন্থটি।
বুখারী শরীফ একটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। একে সহীহ বুখারী নামেও অভিহিত করা হয়।
সহীহ সিত্তাহ এরও অন্তভুক্ত এই গ্রন্থটি।
এই প্রশ্নটি দেখে আমার প্রায় অশ্রু চলে আসছে। জাজাকাল্লাহ খাইরান আপনাকে।
প্রশ্ন দেখে মনে হচ্ছে, আপনি বাংলায় পড়তে আগ্রহী। সহজে বুঝার জন্য হয় তো জানতে চাচ্ছেন। আপনাকে উত্তরটা আমি ভিন্ন ভাবে দিচ্ছি।
বোখারী শরীফ এর বাংলা অনুবাদেও শ’খানেক গ্রন্থ পাওয়া যায়। প্রতিটি বাংলা অনুবাদের মধ্যে মূল বিষয় ঠিক রেখে কিছু ভিন্নতা Apply করছেন।
বাংলা প্রতিটি অনুবাদের এক একটার এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন।
সুতারাং এখানে আপনাকে আমি পরামর্শ দিবো আপনি প্লে-স্টোর থেকে যে কোনো একটা ডাইনলোড করে পড়া শুরু করে দিন।
আপনার বেসিকটা যেকোনো একটা অনুবাদ থেকে অর্জন করতে পারবেন।ইনশাআল্লাহ।
আপনার জন্য অনেক দোয়া ও ভালবাসা রইল। আল্লাহ আপনাকে সবকিছু সহজ করে দিন।
আমি নিজেও পড়তে আগ্রহী এবং পরিবারকেও পড়াতে চাই। তাই এই বইমেলা উপলক্ষ্যে রকমারি থেকে একটি অনুবাদ কিনতে চেয়েছিলাম। আপনার উত্তর পড়ে বুঝতে পারছি সব আলেমগণের প্রতি শ্রদ্ধা রেখে যেকোনো একটি বাছাই করতে হবে।
আপাতত প্লেস্টোর থেকে এপ ইনস্টল করে পড়া শুরু করব, ইনশাআল্লাহ।
আপনার সুন্দর পরামর্শের জন্য জাযাকাল্লাহ খাইরান।