১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে। আমার জানার বিষয় হলো এই মহৎ উদ্যোগের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? কে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন?
স্বাধীনতা উত্তর এর নামকরন হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ড। সাবেক আই সি এস অফিসার, প্রখ্যাত দার্শনিক ও সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খাঁন এর প্রতিষ্ঠাতা ছিলেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
অনবদ্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক আই সি এস অফিসার, প্রখ্যাত দার্শনিক ও সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খাঁন। উনার স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।