1 min read
বাংলাদেশে সর্বপ্রথম কোন ব্যাংক ATM ব্যবস্থা চালু করেন??
ATM(automated teller machine) এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যার মাধ্যমে গ্রাহক দিনে যে কোন সময় অর্থ জমা ও উত্তলন করতে পারে।
ATM(automated teller machine) এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যার মাধ্যমে গ্রাহক দিনে যে কোন সময় অর্থ জমা ও উত্তলন করতে পারে।
automated teller Machine (ATM) আমরা সহজে যাকে এটিম বুথ বলে থাকি। এটি বাংলাদেশে কয়েক দশক আগে চালু হয়।
মানে ১৯৯৩ সালে সর্বপ্রথম চালু করেন। তাও একটি বেসরকারি ব্যাংক। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ঢাকাস্থ বনানী শাখায়।
বাংলাদেশে সর্বপ্রথম এটিএম (ATM) সুবিধা চালু করেন দক্ষিণ এশিয়া ব্যাংক (South Asia Bank)। এটি ১৯৮৬ সালে ঢাকায় প্রথমবারে এটিএম প্রদান করতে শুরু করে। এটি বাংলাদেশে প্রথমবারের মধ্যেই একটি ব্যাংক হিসেবে এটিএম সুবিধা চালু করে। এরপর একাধিক ব্যাংক এটিএম সুবিধা চালু করেন।