1 min read
বাংলাদেশি মিডিয়ায় বেশিরভাগ নেগেটিভ বিষয় প্রাধান্য পায় কেন?
বাংলাদেশী মিডিয়া সারা বছর কোনো না কোনো নেগেটিভ জিনিস নিয়ে ভরপুর। আমি সব মিড়িয়া বলছি না, কিছু মিডিয়ার কথা বলছি।যেখানে, সবসময় নেগেটিভ বিষয় প্রাধান্য পায় যেমন: পরীমনি নিয়ে আজ আলোচনা হচ্ছে, তার কিছুদিন আগে বুবলি-শাকিব-অপু নিয়ে, এর আগে পূর্ণিমাকে নিয়ে। মানে সারা বছর নেগেটিভ একটা না একটা বিষয় ভাইরাল হচ্ছে। এটা কেন? বাংলাদেশী মিডিয়া কি দেশের অন্য কোনো বিষয় আলোচনায় আনতে পারে না?
মিডিয়াগুলোর টার্গেট থাকে তাদের টিআরপি বাড়ানো। সেটা যে উপায়েই হোক না কেন।
কতিপয় মিডিয়া নিজেদের ভালো ইমেজ ধরে রাখতে পারলেও বেশিরভাগ মিডিয়াই তা পারে না। প্রতিযোগীতামূলক বাজারে মুনাফা করাটাই তাদের মূল লক্ষ্য। এখন তাহলে দেখতে হবে মিডিয়া কিভাবে মুনাফা করে।
এছাড়া আরো অনেক উপায়েই তারা মুনাফা করে থাকে।
একটি মিডিয়া যত মানুষের কাছে পৌঁছাতে পারে তার নেটওয়ার্ক তত বেশি ধরা হয়। তার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে তত বেশি দাম দিতে হয়।
লক্ষ্য করলে দেখবেন, পরীমনি, শাকিব খান, বুবলী, অপু এসব চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে নিউজ করলে ও মাতামাতি করলে পাবলিকের রেসপন্স বেশি পাওয়া যায়। সহজ কথায়, এসব নিউজ পাবলিক খায় বেশি!
এভাবেই একটি টিভি চ্যানেল বা পত্রিকা জনপ্রিয় হয়ে উঠে। ফলে তাদের ব্যবসা রমরমা হয়ে যায়।
অন্য বিষয় কেন আলোচনায় আসে না:
অন্যান্য ভালো বিষয়গুলো যে আলোচনায় আসে না তা ঠিক না। তবে নেগেটিভ বিষয়গুলোকে এত পরিমানে হাইলাইট করা হয় যে, ভালো বিষয়গুলো চাপা পড়ে যায়।
তাই, বুঝাই যাচ্ছে, তারা প্র্রধানত ব্যবসার জন্য এরকম কাজ করছে। এছাড়াও আড়ালে তাদের অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয়।