1 min read
ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে??
ফরায়েজি আন্দোলন হলো একটি ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়েছিল। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ। ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে ‘ফরজ’। এই ‘ফরজ’ শব্দ থেকেই ‘ফরায়েজি’ এসেছে
হাজী শরীয়তুল্লাহ “ফরায়েজি” আন্দোলনের প্রবক্তা ছিলেন।
হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা প্রভৃতি বিষয়ে ব্যাপক অধঃপতন লক্ষ করেন। তিনি উপলব্ধি করেন, মুসলমানরা ইসলামের ফরজ বিধানগুলো ঠিকমতো পালন না করলে তাদের সার্বিক অবস্থার উন্নতি হবে না।
ইসলামে বাধ্যতামূলক অর্থে “ফরয” শব্দটি ব্যবহৃত হয়। সেটা থেকেই এই আন্দোলনের নাম হয় “ফরায়েজি” আন্দোলন।