আমরা জানি, আল্লাহ তায়ালার কাছে কিছু চাইতে হলে সিজদায় চাওয়া সবচেয়ে ভালো। কারন তখন আল্লাহ এবং বান্দা সবচেয়ে নিকটবর্তী থাকে।
আমি জানতে চাচ্ছিলাম, ফরয নামাযের ক্ষেত্রে সিজদায় দুনিয়াবি বিষয় আল্লাহ তায়ালার কাছে চাওয়া যাবে কি না। নাকি ফরজ বাদে অন্যান্য নামাযে চাইতে হবে?
এই প্রশ্নটি দেখার পর কয়েকবার আসছি উত্তর লিখার জন্য। একটু ফ্রী হয়ে দেখি প্রশ্নটি হোম পেইজে নেই। তাই আপনার প্রোফাইল থেকে খুঁজে নিতে হলো।
ফরজ নামাজের সিজদাহ্ তে চাইবো?
ফরজ নামায আর নফল নামাজ বলে কথা নেই। আমরা সুন্নাত নামাজসহ প্রতিটি সিজদাহ্ তে আল্লাহর কাছে চাইতে পারি। চাইবো এবং চাইতে হবে। ফরজ, সুন্নাত বা নফল তো দূরের কথা আমরা আল্লাহর কাছে নামাজ ছাড়াও সিজদাহ্ কারে চাইতে সমস্যা নেই।
দুনিয়াবী চাহিদার জন্য চাইতে পারবো?
জ্বি দুনিয়া আখিরাতের সকল কিছু আল্লাহর কাছেই চাইবো। আল্লাহর কাছে সকল সাহাবী (রা) এর মত করে আমরা দোয়া করবঃ
আমরা আল্লাহর কাছে অনেক সময় ছোট ছোট জিনিস বা সাহায্য চাইতে আনইজি ফিল করি। আসলে এটাই শয়তানের অনেক বড় ধোঁকা ছাড়া আর কিছুই না।
আল্লাহর কাছে জীবনের সকল প্রয়োজনীয় সাহায্য চাইবো। চাইতে একটুও ভাবতে যাবো না।তবে এক্ষেত্রে অন্যের ক্ষতি চাইবেন না। অন্যের খারাপ চাইবেন না।
আল্লাহর কাছে ভালো কিছু চাইতে পারাটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে আপনাকে চাওয়ার তাওফিক দিয়েছেন। অনেক লোক তো আল্লাহর কাছে চাইতে পারে না। চাই না আল্লাহর কাছে।
সর্বশেষ ইতিটানার আগে ড. শফিকুল ইসলাম মাসুদ এর একটি উক্তি বলছি,
সব কিছু চাইবো হোক যতবড় হোক না যত ছোট। আল্লাহ আমাদের তার কাছে চাওয়ার তাওফিক দিন। আমিন
এই বিষয়টি নিয়ে দ্বিধান্বিত ছিলাম কয়েকদিন ধরে। আজকে পুরোটা জানতে পারলাম।
আল্লাহর তাছে ভালো কিছু চাইতে পারাটাও যে একটি নিয়মত তা কখনো ভাবিনি। আজকে উপলব্ধি করলাম।
জাযাকাল্লাহ খাইরান।