ফকির-সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ) ভারতবর্ষের বাংলাতে ফকির ও সন্ন্যাসী বা মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝানো হয়ে থাকে। ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মাদারিপন্থী পীর মজনু শাহ।
উইকিপিডিয়া অনুসারে, ১৭৬৩ সালে একদল ফকির কর্তৃক ঢাকার ফ্যাক্টরি দখল করা হয়।
তারপর ইংরেজরা এর বিরুদ্ধে বৃহত্তর আক্রমণ করে। তাতে ফকিররা পরাজিত হয় এবং পলায়ন করে।
ঘটনা এখানেই থেকে থাকেনি। ফকিরদের সাথে ব্রিটিশদের ময়মনসিংহ জেলা সহ অন্যান্য জেলাতেও প্রচুর সংঘর্ষ হয়েছে। ইংরেজরা এত সুঠিত থাকার পরেও ফকিররা তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সমর্থ হয়েছিল।