পদ্মা সেতুতে ব্যবহৃত একটি ক্রেন তার সক্ষমতার জন্য আলোচনায় এসেছিল। আলোচিত সেই ক্রেনটির নাম তিয়ান-ই। ক্রেনগুলো সাধারনত স্প্যানগুলোকে নদীর পাড় থেকে পিলারে নিয়ে বসাতে ব্যবহার করা হয়। পদ্মা সেতুতে এই কাজটি করেছে তিয়ান-ই নামের বিশেষ ধরনের এই ভাসমান ক্রেন। ক্রেনটির ধারনক্ষমতা প্রায় পাঁচ হাজার টন! Reply
তিয়ান-ই
পদ্মা সেতুতে ব্যবহৃত একটি ক্রেন তার সক্ষমতার জন্য আলোচনায় এসেছিল।
আলোচিত সেই ক্রেনটির নাম তিয়ান-ই।
ক্রেনগুলো সাধারনত স্প্যানগুলোকে নদীর পাড় থেকে পিলারে নিয়ে বসাতে ব্যবহার করা হয়।
পদ্মা সেতুতে এই কাজটি করেছে তিয়ান-ই নামের বিশেষ ধরনের এই ভাসমান ক্রেন। ক্রেনটির ধারনক্ষমতা প্রায় পাঁচ হাজার টন!