1 min read

পড়া কিভাবে মুখস্ত না করে বুঝে বুঝে পড়া যায়?

সবাই বলেন পড়া মুখস্ত না করে বুঝে বুঝে পড়তে। আমি এটি করতে চাই।

তাই জানতে চাচ্ছি, পড়া কিভাবে বুঝে বুঝে পড়তে হয়?

One thought on “পড়া কিভাবে মুখস্ত না করে বুঝে বুঝে পড়া যায়?

  1. পড়া মুখস্থ না করে যেভাবে বুঝে পড়বেন:

    প্রশ্নের সাথে রিলেটেড একটি উত্তর দিয়েছি, এখানেও বলছি, যেমন,

    • আপনিআপনি কুরআনের কোনো একটি আয়াত মুখস্থ করতে চাচ্ছেন। কিন্তু সেটা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে,  তাই আপনি এর শাব্দিক অর্থগুলো আগে দেখে নিতে পারেন।

    এরপর মুখস্থ করা অনেক সহজ হয়ে যাবে। আপনি এটা ইংরেজি শেখার ক্ষেত্রেও অনুসরণ করতে পারেন।

    • আপনি বড়দের অথবা শিক্ষকদের সহযোগিতা নিতে পারেন।
    • বর্তমানে ইউটিউব একটি চলমান বিশ্ববিদ্যালয়, আপনি এটার সহযোগিতাও নিতে পারেন।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *