২০২২ সালে কত জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন?
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা :
পদার্থবিদ্যা নোবেল পুরস্কার ২০২২ :
২০২২ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন এফ ক্লোজার ( আমেরিকা ), অ্যালেন অ্যাসপেক্ট ( ফ্রান্স ), অ্যাটন জেলিঙ্গার ( অষ্ট্রেলিয়া )। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় অবদানের জন্য নোবেল পুরস্কার ২০২২ দেওয়া হয়েছে।
রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার ২০২২:
২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বার্তোজী ( আমেরিকা ), কার্লি ব্যারি সার্পলেশ ( আমেরিকা), মার্টন মেলডন ( ডেনমার্ক ) ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থগোলাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ২০২২ নোবেল পুরস্কার পেয়েছেন।
চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ২০২২ :
২০২২ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সান্ত প্যাবো ( সুইডেন )। Concerning The Genomes Of Extinct Hominins And Human Evolution গবেষণার জন্য ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ :
২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এনি আর্নক্স ( ফরাসি )। সাহস ও ক্লিনিকাল তীক্ষ্ণতার জন্য যার সাহায্যে তিনি ব্যক্তিগত স্মৃতির শিখর এবং সংমিলিত সংযম উন্মোচন করেছেন।
শান্তিতে নোবেল পুরস্কার ২০২২ :
২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আলেস বিলিয়াতস্কি (বেলারুশের আইনজীবী), এবং দুটি সংস্থা মেমোরিয়াল, সেন্টার ফর সিভিল লিবার্টিজ ২০২২সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২ :
২০২২সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন- বেন এস বার্নানক, ডোগলাস ডব্লু ডাইমন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ । ব্যাংক ও আর্থিক সংকটের উপর গবেষণার জন্য ২০২২ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২২ হলেন:
ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।
রসায়ন নোবেল বিজয়ী ২০২২ হলেনঃ
ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস।
ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো। ‘ক্লিক কেমিস্ট্রি’সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে নোবেল কমিটি ।
চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো।
বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।
আরো বিস্তারিত জানতে নিচের লিংক ক্লিক করুন
https://www.nobelprize.org/all-nobel-prizes-2022
২০২২ সালের নোবেল বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
পদার্থ বিজ্ঞান:
নোবেল কমিটি বলেছে, বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
রসায়ন:
‘ক্লিক’ রসায়ন ও বায়োর্থোগোনাল রসায়নে অন্যন্য অবদানের জন্য তারা এবছর নোবেল পেয়েছে।
চিকিৎসা বিজ্ঞান:
বিলুপ্ত হয়ে যাওয়া হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরষ্কার পান।
সাহিত্য:
এনির লেখায় ‘সাহসিকতা ও তীক্ষ্ণ স্নায়বিক ধারা’ বিবেচনায় এনে নোবেল পুরষ্কার তুলে দেওয়া হয় এই সাহিত্যিকের হাতে।
শান্তি:
নোবেল কমিটি বলেছে, বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় একজন মানবাধিকার কর্মী আর দুটি সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
অর্থনীতি:
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে অর্থনীতিতে নোবেল জিতেছেন এই তিনজন।
অর্থাৎ, ২০২২ সালে মোট নোবেল পুরষ্কার পেয়েছেন ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।
নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা : পদার্থবিদ্যা নোবেল পুরস্কার ২০২২ : ২০২২ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন এফ ক্লোজার ( আমেরিকা ), অ্যালেন অ্যাসপেক্ট ( ফ্রান্স ), অ্যাটন জেলিঙ্গার ( অষ্ট্রেলিয়া )। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় অবদানের জন্য নোবেল পুরস্কার ২০২২ দেওয়া হয়েছে।