1 min read

নীল বিদ্রোহের কখন অবসান ঘটে?? বাংলায় নীল চাষ অব্যাহত থাকে কয় বছর??

নীল বিদ্রোহ ১৮৫৯ সালে সংঘটিত একটি কৃষক বিদ্রোহ যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং একবছরেরও বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয় ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন

One thought on “নীল বিদ্রোহের কখন অবসান ঘটে?? বাংলায় নীল চাষ অব্যাহত থাকে কয় বছর??

  1. নীল বিদ্রোহ ভারত উপমহাদেশের অন্যতম একটি বড় বিদ্রোহ ছিল। এটি তাদের ওপর করা অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে সংগঠিত হয়।

    শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নীল চাষ চলতে থাকে। তারপর ১৮৩৩ সালের সনদ আইনে প্রণয়নের ব্রিটেন থেকে প্রচুর ইংরেজ নীলকররা চলে আসে।

    তারা বাংলায় আগমন করে  কৃষকদের ওপর অত্যাচার শুরু করে নীল চাষের জন্য। ফলে ১৮৫৯ ফেব্রুয়ারি – মার্চ মাসে নীলচাষীরা সঙ্ঘবদ্ধভাবে নীল চাষ করতে অস্বীকৃতি জানায়।

    নীল আন্দোলন প্রথমদিকে অহিংস ধাতলেও পরবর্কিতীতে তা চাষীদের ওপর ভয়ানক নির্যাতন, গ্রেপ্তার শুরু হয়।  এর প্রতিবাদে আন্দোলন সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়।

    চাঁদপুরের হাজি মোল্লা, যিনি ঘোষণা দেন নীলচাষ থেকে ভিক্ষা উত্তম। এর মাধ্যমে এই বিদ্রোহ বাংলার প্রধান ধর্মীয় গোষ্ঠীদেরও সমর্থন লাভ করে।

    নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার ১৮৬০ সালে ‘নীল কমিশন’ গঠন করে। তাদের তদন্তে উঠে আসে কৃষকদের দাবি সঠিক ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার নীলচাষের ওপর একটি আইন পাস করেন।

    তারপর এত চড়াই-উৎরাই পেরিয়ে ১৮৬২ সালে নীল বিদ্রোহের অবসান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *