1 min read
নিজের ৫টি ভালো অভ্যাস বলুন।
আপনার ৫টি ভালো অভ্যাস আমাদের সাথে শেয়ার করুন। যেন সবাই একে অপরেরটা জানতে পারি। এবং প্রয়োজনে এখান থেকে নিজের মধ্যে নতুন আরেকটি অভ্যাস আয়ত্ব করতে পারি।
এটি অবশ্যই শো-অফের জন্য নয়। শুধু একে অপরের ভালো অভ্যাসগুলো জানার জন্য।
অত্যন্ত দূঃখের সাথে লিখতে হচ্ছে, এখনো এমন কোনো ভালো অভ্যাস তৈরি করতে পারি নি যেটা বলতে পারি। তবে কয়েকটি বদভ্যাসের কথা বলছি।
বাবা মা সবচেয়ে বেশি টেনশনে থাকেন আমাকে নিয়ে। আমি নিজের মধ্যে এখনো কোনো ভালো অভ্যাস করতে পারিনি আমার ছোট বোনগুলো, বড় বোনটা, এখনো আমার সবকিছু গুছিয়ে দেয়। এমন কি ক্যাম্পাসে যাওয়ার সময় আমি ব্যাগটা পর্যন্ত খুলে দেখি না সবকিছুতে কেমন জানি পরনির্ভরশীল (বোনদের উপর)। যখন দেশের বাহিরে থাকি বেশ ভালো থাকি দেশে আসলেই কেমন জানি…..