1 min read

নিজের ৫টি ভালো অভ্যাস বলুন।

আপনার ৫টি ভালো অভ্যাস আমাদের সাথে শেয়ার করুন। যেন সবাই একে অপরেরটা জানতে পারি। এবং প্রয়োজনে এখান থেকে নিজের মধ্যে নতুন আরেকটি অভ্যাস আয়ত্ব করতে পারি।

এটি অবশ্যই শো-অফের জন্য নয়। শুধু একে অপরের ভালো অভ্যাসগুলো জানার জন্য।

One thought on “নিজের ৫টি ভালো অভ্যাস বলুন।

  1. অত্যন্ত দূঃখের সাথে লিখতে হচ্ছে,  এখনো এমন কোনো ভালো অভ্যাস তৈরি করতে পারি নি যেটা বলতে পারি। তবে কয়েকটি বদভ্যাসের কথা বলছি।

    1. হাজারো জার্নি আমাকে ক্লান্ত করতে পারে না আলহামদুলিল্লাহ। এই যে, ধরুন ৫ ঘণ্টা আকাশ পথে আর ৮ ঘন্টা সড়ক পথে জার্নি করার পর বড় আপুর সাথে আমি আরো ২ ঘন্টা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারি। আমার ক্লান্ত লাগে না
    2. কয়েকমাস পর পর ক্যাম্পাসে যাওয়ার পরম সৌভাগ্য আমার হয়। স্যাররা যেখানে কাউকে বলেও ৫ মিনিট প্রেজেন্টেশন দেওয়ার জন্য রাজি করাতে পারেন না। সেখানে অবাধ্য আমি, খালি গলায় ২৫/৩০ মিনিট চিল্লাইতে পারি।পুরো ক্লাস রুমের শেষ মানুষটকেও কান চেপে ধরতে দেখেছি। তবুও আমার গলার স্বর পরিবর্তন হয় না
    3. কেউ আমার কাছ থেকে যদি আমার শুধু নাম জিজ্ঞেস করে, আমি তাকে আমার দাদার নামসহ বলে ফেলি
    4. অনেক মানুষের নিজ থেকে কথা বলি, কারো কাছে পাত্তা পাই, কারো কাছে পাই না। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়ে যায়। যাক বাবা আমি এসবের ধার ধারি না। ২ দিনের দুনিয়ায় মানুষের পাত্তা পেলেও কি আর না পেলেও কি?
    5. এবার একটি আসল কথা বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে, এত্ত এত্ত ব্যস্ততা, এত্ত এত্ত জায়গায় আসা-যাওয়া,  এত্ত এত্ত কিছুর মাঝেও আমার মনে নেই আমি কখন নামাজ কাযা করেছি। আল্লাহর কাছে চাই আজীবন যেন এটা করতে পারি।

    বাবা মা সবচেয়ে বেশি টেনশনে থাকেন আমাকে নিয়ে। আমি নিজের মধ্যে এখনো কোনো ভালো অভ্যাস করতে পারিনি আমার ছোট বোনগুলো, বড় বোনটা, এখনো আমার সবকিছু গুছিয়ে দেয়। এমন কি ক্যাম্পাসে যাওয়ার সময় আমি ব্যাগটা পর্যন্ত খুলে দেখি না সবকিছুতে কেমন জানি পরনির্ভরশীল (বোনদের উপর)। যখন দেশের বাহিরে থাকি বেশ ভালো থাকি দেশে আসলেই কেমন জানি…..

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *