1 min read
নিজেকে ভালবাসা উচিৎ সবার আগে!
আসলে আমরা অন্যকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে নিজেদের আত্মমর্জাদা ভুলে যাই। এখানেই সবচেয়ে ভুল টা করি।
যাদের প্রায়োরিটি দেই তারাই দূর ছাই করে, আর তখনই সবচেয়ে বেশি কস্ট হয়।ভিতর টা ধুমরে মুচরে যায়, নিজেকে খুব বেশি অ্সহায় লাগে
কিন্তু এভাবে আর কত? নিজেকে অন্যের কাছে মূল্যহীন করবেন
সবার আগে নিজের আত্মসম্মান
কে আমাকে কতটা দিল এই পরিমাপ টা আসলেই দরকার, যে আমাকে যতটা গুরুত্ব দিবে আমিও তাতে তারমতো করে গুরুত্ব দিবো।
কারও কাছে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া বোকামি।
সর্বপরি আমি আমাকে ভালবাসি।
আপনাকে ভাল রাখার দ্বায় আপনার অন্য কারো না।