1 min read
নিচের লোগো সম্পর্কে কিছু তথ্য শেয়ার করুন।
লোগোটি নিশ্চয়ই কোনো একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করছেন। এই লোগো বা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের কিছু তথ্য শেয়ার করুন। প্রশ্নের উপর ক্লিক করলে লোগোটি দেখতে পাবেন।
লোগোটি নিশ্চয়ই কোনো একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করছেন। এই লোগো বা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের কিছু তথ্য শেয়ার করুন। প্রশ্নের উপর ক্লিক করলে লোগোটি দেখতে পাবেন।
লোগোটি হল হিউম্যান রাইটস লোগো (Human Rights Logo)।মানবাধিকার লোগোর উৎপত্তি আন্তর্জাতিক “মানবাধিকারের জন্য লোগো” উদ্যোগে, যা 2010 সালে শুরু হয়েছিল। এর লক্ষ্য ছিল বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনকে সমর্থন করার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত লোগো তৈরি করা। বিজয়ী লোগোটি সার্বিয়ার প্রেড্রাগ স্টাকিচ তৈরি করেছেন।
লগোটি দেখে প্রথমে পাখির মতো মনে হলেও পরে বুঝলাম এখানে হাতের ৫টি আঙ্গুলও বুঝানো হয়েছে।
পায়রাকে যেহেতু শান্তির প্রতীক ধরা হয় তাই সম্ভবত এখানে পায়রার স্কেচ করা হয়েছে। মূলত এসব লগো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক অর্থ বহন করে।
এটি “হিউম্যান রাইটস” এর লগো। ২০১০ সালে এটি চালু হয়। তখন সার্বিয়ার Predrag Stakić কে দিয়ে লগোটি ডিজাইন করা হয়।
সংস্থাটি সারা বিশ্বে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে ও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য কাজের প্রতিকারে তারা ভূমিকা রাখছে।