1 min read

দেশের ৩টি প্রধান নদী বন্দর কি কি?

One thought on “দেশের ৩টি প্রধান নদী বন্দর কি কি?

  1. নদীবন্দর হচ্ছে নদীর তীরে গড়ে ওঠা স্থান বা স্থাপনা। যেখানে নৌযানে চলাচলকারী যাত্রী ও পণ্য ওঠানামা করা হয়। নদীবহুল দেশ বলে আবহমান কাল থেকেই বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় নৌপথ ও নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রায় সব বড় শহর ও বাণিজ্যকেন্দ্রই গড়ে উঠেছে নদী বন্দরকে কেন্দ্র করে। [১] বাংলাদেশে বর্তমানে ৩৭ টি নদীবন্দর রয়েছে। সর্বশেষ নদী বন্দর গাজীপুর নদী বন্দর ।[২][৩]। এ সব বন্দরে যন্ত্রচালিত নৌযান অবতরণ এবং যাত্রী ও পণ্য ওঠানামার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ-এর উদ্যোগে আরো ৪৪৮টি ছোটখাটো বন্দরে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে, যেগুলিকে বলা হয় সেকেন্ডারি রিভারাইন স্টেশন। বিআইডব্লিউটিএ-এর হিসেবে এর বাইরেও সারা দেশে আরো অন্তত ৩৭৪টি স্থানে নৌযান থেকে পণ্য ওঠানামা করা হয়, যেগুলিতে ওই সংস্থাটির কোনো রকম স্থাপনা নেই।[১]

    তালিকা
    সম্পাদনা
    বাংলাদেশের নদীবন্দরের তালিকা নিম্নে দেওয়া হল:

    ঢাকা নদীবন্দর
    নারায়ণগঞ্জ নদীবন্দর
    খুলনা নদীবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *