দৈনিন্দন জীবনে আমাদের রান্নার কাজে ছোট অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যবহৃত জিনিস দিয়াশলাই। এই দিয়াশলাই এর বাক্সের রহস্য নিয়ে আমরা তেমন ভাবি না, কিন্তু এখানেই রয়েছে বিজ্ঞানের এক সুত্র।
দিয়াশলাই বাক্স সাহায্য করে কাঠিতে আগুন জ্বালাতে। আমার জানার বিষয় হলো, দিয়াশলাই এর বাক্স কিভাবে আগুন জ্বালাতে সাহায্য করে?
দিয়াশলাই এর বক্সের দুই পাশে কালোমতন অংশটিতে মূলত থাকে ফসফরাস আরো থাকে অসচ্ছ অমসৃণ কাচের মিশ্রণ যা হাত দিলে বোঝা যায় খসখসে। এর উপর কাঠি দিয়ে ঘষা দিলে তাপ উৎপন্ন হয়। তখন (লাল)ফসফরাস তাপ ও বাতাসের সংস্পর্শে এসে সাদা ফসফরাস এ পরিণত হয় যা নিজে নিজে বিস্ফোরিত হয়। ফলে স্ফুলীঙ্গ উৎপন্ন হয় এবং আগুন জ্বলে উঠে।