1 min read
দর্শন বলতে কি বুঝায়?মূলত দর্শন এর কাজ কী?
দর্শন মূলত কি নিয়ে কাজ করে?এর উৎপত্তি কিভাবে? উদ্দেশ্যে কি? পরিণতি কোথায়?দর্শন এর সমালোচনা পদ্ধতি কি
দর্শন মূলত কি নিয়ে কাজ করে?এর উৎপত্তি কিভাবে? উদ্দেশ্যে কি? পরিণতি কোথায়?দর্শন এর সমালোচনা পদ্ধতি কি
দর্শন, ইংরেজিতে ফিলোসফি (philosophy) (গ্রিক ভাষা , ফিলোসোফিয়া, আক্ষরিকভাবে “জ্ঞানের প্রতি ভালবাসা”) হলো অস্তিত্ব, জ্ঞান, মূল্যবোধ, কারণ, মন এবং ভাষা সম্পর্কে সাধারণ এবং মৌলিক প্রশ্নগুলির অধ্যয়ন। জগৎ, জীবন, মানুষের সমাজ, তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতি মৌল বিধানের আলোচনাকেও দর্শন বলা হয়।
জগৎ, জীবন, মানুষের সমাজ, তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতি মৌল বিধানের আলোচনাকেও দর্শন বলা হয়। মানুষের সামাজিক চেতনার বিকাশের একটা পর্যায়েই মাত্র মানুষের পক্ষে বিশ্লেষণী দৃষ্টি নিয়ে জগৎ এবং জীবন সম্পর্কে চিন্তা করা সম্ভব হয়েছে। মানুষ তার নিজের উদ্ভব মুহূর্ত থেকেই চিন্তার এরূপ ক্ষমতা দেখাতে সক্ষম ছিল না।