1 min read

টাইপিং প্র্যাকটিস করার জন্য একটি সফটওয়্যারের নাম জানাবেন কি?

যেকোনো প্রয়োজনে টাইপিং করার দক্ষতা কাজে লাগে। হোক সেটা বাংলা বা ইংরেজি।

এই টাইপিং প্র্যাকটিস করার মতো একটি সফটওয়্যারের নাম জানতে চাই।

2 thoughts on “টাইপিং প্র্যাকটিস করার জন্য একটি সফটওয়্যারের নাম জানাবেন কি?

  1. টাইপিং সফটওয়্যার জগতে টাইপিং মাষ্টার এক অন্যতম সফটওয়্যার । কারণ সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর প্রথম লেভেলের দিকে আপনি সম্পূর্ণ লে-আউট পাবেন কোন আঙ্গুলে কি অক্ষর বসবে সব কিছু দেওয়ার আছে এই ওয়েব সাইট ও সফটওয়্যারে ।

  2. https://www.ratatype.com/-এ গিয়ে টাইপ করতে পারেন। এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে টাইপ করলে আপনার সকল অ্যাক্টিভিটিসের লগ থেকে যাবে। এখানে পড়া-শুনা ও গেমস-এর মাধ্যমে আপনার টাইপিং স্পিড বাড়ানোর ব্যাবস্থা আছে। যার ফলে আপনি সহজেই আপনার টাইপিং স্পিড বাড়াতে পারবেন। আর একটি বিষয় হলো- আপনার টাইপিং স্পিড ও অ্যাকুরেসির উপর আপনার নামে সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। যা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার সিভি’র সাথে যুক্ত করতে পারবেন। আমার কাছে অনলাইনবেজড এই মাধ্যমটি অনেক কার্যকরি মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *