1 min read

জাতিসংঘে কোন দেশের ক্ষমতা সবচেয়ে বেশী?

জাতিসংঘে সবচেয়ে ক্ষমতাশালী দেশগুলো হলো নিরপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রগুলো। এগুলোর মধ্যে কার প্রভাব জাতিসংঘে সবচেয়ে বেশি?

One thought on “জাতিসংঘে কোন দেশের ক্ষমতা সবচেয়ে বেশী?

  1. জাতিসংঘে সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা।  আমেরিকা ইতোমধ্যে তাদের ভেটো শক্তি প্রয়োগ করেন ৮৪ বার।

    অন্যদিকে আমেরিকা জাতিসংঘের ২৪-২৬% খরচ বহন করেন তথা জাতিসংঘের সমস্ত অনুদানের ২৪-২৬% আমেরিকা থেকে পায়। আর বাকি ৮৬-৮৪% আমেরিকা ছাড়া বাকি ১৯২ টি রাষ্ট্র বহন করেন।

    অবশ্য বর্তমান সময়ে আমেরিকা এই খরচ কমিয়েছে। বিশেষ করে Covid-19 এর পর থেকে। তবুও জাতিসংঘে এখনো আমেরিকা সবার উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *