1 min read

জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?

জাতিসংঘ তাদের অফিশিয়াল কার্যক্রম পরিচালনার জন্য যে ভাষাগুলো ব্যবহার করে সেগুলোই জাতিসংঘের অফিশিয়াল ভাষা।

সেখানে কয়টি অফিশিয়াল ভাষা রয়েছে?

2 thoughts on “জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?

  1. জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি। যেমনঃ

    1. চীনা,
    2. ইংরেজি,
    3. ফরাসি,
    4. রুশ,
    5. স্প্যানিশ ও
    6. আরবি।                                      জাতিসংঘের  বৈঠকে ব্যবহৃত ছয়টি ভাষাকে বলা হয় জাতিসংঘের দাপ্তরিক ভাষা। জাতিসংঘের সকল আনুষ্ঠানিক দলিল দস্তাবেজ গুলোও এই ছয়টি ভাষায় লিখা হয়।
  2. অনেক সুন্দর একটা প্রশ্ন, উত্তরটি বিভিন্ন জায়গা থেকে নেওয়া, আমি উত্তর লিখার সময় সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করি বাংলা উইকিপিডিয়া আর বিভিন্ন গবেষণা মূলক ম্যাগাজিন থেকে।

    নিচের উত্তরটিও ব্যতিক্রম নয়।

    বর্তমানে জাতিসংঘে মোট ছয়টি দাপ্তরিক ভাষা রয়েছে।

    ইংরেজি, চাইনিজ মান্দারিন, রুশ,স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি।

    ইংলিশ, ফ্রেঞ্চ, রুশ ও চাইনিজ ভাষা ১৯৪৬ সালের ১লা ফেব্রুয়ারি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়; একই বছর ২৪ জুন শুধু ইংলিশ ও ফ্রেঞ্চ ভাষা নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে ব্যবহার করা শুরু হয়।

    অন্যদিকে রুশ এবং স্প্যানিশ ভাষা নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে স্থান পেতে অপেক্ষা করতে হয়েছে ২২ জানুয়ারি ১৯৬৯ সাল পর্যন্ত।

    চীনাদের মান্দারিন ভাষা নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে ব্যবহার শুরু হয় ১৯৭৪ সাল থেকে।

    সবশেষে আরবি ভাষা জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষার তালিকাভুক্ত হয় ১৯৭৩ সালে আর নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে কার্যক্রম শুরু হয় ২১ ডিসেম্বর ১৯৮২ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *