1 min read
চরমোনাই পীর সাহেবের ওপর হামলা কি “ইসলামী আন্দোলন বাংলাদেশ”-এর রাজনৈতীকে ভিন্ন পথে চালিত করতে পারে?
গতকাল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় মেয়র প্রার্থী “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর প্রধান চরমোনাই পীর মুফতী ফয়জুল করিম সাহেবের ওপর হামলা করা হয়। উনি রক্তাক্ত হন।
এই হামলা কিভাবে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর রাজনীতির গতিপথ পরিবর্তন করে দিতে পারে? বা তাদের রাজনৈতিক লক্ষ্য পরিবর্তনের সম্ভবনা কতটুকু?
(অর্থাৎ, চরমোনাই দল আওয়ামীলীগের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত। তাই এই হামলার ভবিষ্যত প্রভাব কতটুকু?)