পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন মনিষীর জন্ম হয়েছে, যাদের অনেক ইতিহাসে চিরকাল স্বরণীয় হয়ে থাকবেন। কোটি মানুষের আর্দশ হয়ে থাকেন। আবার আমাদের বাবা মায়েরাও আমাদের জীবন জুড়ে থাকে, এবং আর্দশের দিক থেকেও আমাদের কাছে বরাবরই প্রথম দিকে স্থান পান। তো আমার জানার বিষয় হলো আপনি কোন মানুষটাকে আর্দশ হিসেবে নেন?
Share