1 min read

কোন বছরটি আপনি আর ফিরে পেতে চান না?

যদি পারতেন,  জীবন থেকে কোন বছরটি একেবারেই মুছে ফেলতেন?

3 thoughts on “কোন বছরটি আপনি আর ফিরে পেতে চান না?

  1. আমি মুছে ফেলতে চাইতাম ২০২১ সাল। কারন বছরটি পুরোটাই খুব খারাপ গিয়েছে।

  2. যদি পারতাম জীবন থেকে ২০২২ সালটা মুছে ফেলতাম। এই বছর আমার এবং পারিবারিক জীবনের সবচেয়ে কষ্টের বছর।

    •  বাবা অসুস্থ। টানা ১০/১১ মাস মেডিকেলে এখনো অসুস্থ।
    • দেশের বাহিরে না চাওয়ার পরেও আসতে হলো
    • আর্থিকভাবে কয়েকটি জায়গায় চরম লোকশানে পড়ছি।
    • কিছু মানুষের কাছে চরমভাবে প্রতারিত হয়েছি।

    সবমিলিয়ে বছরটা মানে ২০২২ টা খুবই খারাপ সময় গেছে। ইনশাআল্লাহ নতুন বছরে সবকিছু গুছিয়ে নিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

  3. যে বছরটি সবচেয়ে বেশী গুনাহের কাজে কেটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *